নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চলছে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ।
বিক্ষোভকারীরা বাংলামোটরের দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছে। অন্যদিকে কারওয়ান বাজারের দিকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ অংশে পুলিশ সদস্যরাও আছেন।
রোববার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানেগ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করছে।
এদিকে আন্দোলনে রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।